২দফা দাবিতে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পূর্নদিবস কর্মবিরতি
প্রতিবেদক : পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয় করার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ন দিবস কর্মবিরতি পালন করে জেলা কালেক্টরেটে কর্মরত তৃতীয় শ্রেণীর কর্মচারীরা। এতে জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় কার্যত অচল হয়ে পড়ে।
রবিবার সকাল সকাল ১০টায় তৃতীয় শ্রেণীর কর্মচারীরা কর্মবিরতি শুরু করে। এর আগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন আন্দোলনরত কর্মচারীরা।
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- জসিম উদ্দিন, মোজাম্মেল হক, পল্লব চন্দ্র চক্রবর্তী, মানিক মিয়া, জয়নাল আবেদীন, মোঃ সেলিম মিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে তাদের দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি জানান।
« টানা ৮দিন বন্ধ থাকার পর আখাউড়া স্থল বন্দরের আমদানি-রপ্তানী পুনরায় শুরু (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ৪ দফা পতাকা বৈঠকের পর কৃষককে ফেরত দিলেন ভারতীয় বিএসএফ »