রমজানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন- জেলা প্রশাসক
মঙ্গলবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার), ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন, সিভিল সার্জন ডাঃ নারায়ণ চন্দ্র দাস, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাজমা বেগম, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নবীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ মুসলিম উদ্দিন, আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু আসিফ আহমেদ, নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এটি এম মনিরুজ্জামান সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা, বিশিষ্ট চিকিৎসক আলহাজ্ব ডাঃ বজলুর রহমান, জেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী মিনারা আলমসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, পবিত্র মাহে রমজানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। পবিত্র মাহে রমজানে কোন অবস্থাতেই ফরমালিনযুক্ত খাবার সরবরাহ করা যাবে না। যারা এর সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল বিষয়ে যে সকল সমস্যার দেখা দিয়েছে তা অতি দ্রুত সময়ের মধ্যে রোধ করতে হবে। এবং প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালিত হবে।