জনগণকে সাইবার অপরাধ প্রতিরোধে সচেতন হতে হবে..জেলা প্রশাসক
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় সাইবার নিরাপত্তা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মোশাররফ হোসেন । তিনি বলেন, সাইবার অপরাধ প্রতিরোধে জনগণকে সচেতন হতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষাও আইসিটি )রিপন চাকমার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান , অতিরিক্ত জেলা ও দায়রা জজ সোহেল আহমেদ ।অথ্য প্রযুক্তি বিভাগের কর্মকর্তা রিপন হাসান ও এডভোকেট মুস্তাাফিজুর রহমান সাইবার অপরাধ প্রতিরোধে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন । কর্মশালায় প্রশাসনের ও পুলিশের কর্মকর্তা সহ আইনজীবি, সাংবাদিক,শিক্ষক, ব্যাংকার, এন জি ও প্রতিনিধি বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন ।
« মেয়ে সংক্রান্ত বিরোধের জের ধরে, সরাইলে দু’দলের সংঘর্ষে ওসিসহ অর্ধশত আহত (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নবীনগরে শাহনুর হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, র্যাব কর্মকর্তাদের গ্রেফতার দাবী »