ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের দায়িত্বভার গ্রহণ
গতকাল রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা তাদের নিজ নিজ দায়িত্বভার গ্রহণ করেন।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. আশরাফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
সভার শুরুতে প্রধান অতিথি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। সভার বিশেষ অতিথি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহসীন মিয়া ও নারী ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শওকত হোসেন, উপজেলা প্রকৌশলী রবিউল আলম, মৎস্য কর্মকর্তা শরীফ উদ্দিন, কৃষি কর্মকর্তা কে এম বদরুল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা অরবিন্দ দত্ত, সমাজ সেবা কর্মকর্তা নুরুল ইসলাম, সমবায় কর্মকর্তা আলমগীর হোসাইন, যুব উন্নয়ন কর্মকর্তা নাজমা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমা বেগম প্রমুখ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, রামরাইল ইউনিয়নের চেয়ারম্যান সেলিম মিয়া, সুহিলপুর ইউনিয়নের আজিজুর রহমান লিটন, বুধল ইউনিয়নের আলম মিয়া, মজলিশপুর ইউনিয়নের তাজুল ইসলাম, নাটাই (উ.) ইউনিয়নের সোহেল মিয়া, তালশহর (পূর্ব) ইউনিয়নের জায়েদুল কবির কালাম, বাসুদেব ইউনিয়নের নেছার উদ্দিন শেরশাহ প্রমুখ।
সভায় ১৭ টি স্থায়ী কমিটির মধ্যে নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহসীন মিয়াকে ৯ টিতে এবং নারী ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতকে ৮ টিতে সভাপতি হিসেবে
সর্বসম্মতিক্রমে মনোনীত করা হয়।
সভা শেষে প্রধান অতিথির উপস্থিতিতে নবনির্বাচিত তিনজনই তাদের নতুন কার্যালয়ে আসন গ্রহণের মধ্য দিয়ে প্রথম দিনের কার্যক্রম শুরু করেন।