Main Menu

চিকিৎসকদের ওপর যুবলীগ নেতার হামলার প্রতিবাদে মানববন্ধন

+100%-
নিজস্ব প্রতিবেদক::: ব্রাহ্মণবাড়িয়ায় দুই চিকিৎসকসহ কয়েকজনকে মারধর ও লাঞ্ছিত করেছে জেলা যুবলীগের এক নেতা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। সন্ত্রাসী হামলার প্রতিবাদে কর্মবিরতি ও মানববন্ধন করেছেন চিৎিসক ও নার্সরা। শনিবার সকালে জেলা সদর হাসপাতাল এলাকায় এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জেলা যুবলীগের সহ-সভাপতি সুমন মিয়া কয়েকজন সহযোগীসহ শহরের মধ্যপাড়ায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে গিয়ে চিকিসকদের ব্যাপক গালিগালাজ করতে থাকে। এ সময় সেখানে উপস্থিত বিএমএ জেলা শাখার অর্থ সম্পাদক ডা. একেএম হারুনুর রশীদ যুবলীগ নেতাকে নিবৃত্ত করতে গেলে যুবলীগ নেতা ও তার লোকেরা ডা. হারুনকে মারধর করে। এ অবস্থা দেখে ডা. ওজেডএম দস্তগীর, জেনারেল হাসপাতালের মালিক বিএমএ ডা. আবু সাঈদের বোনের জামাই প্রকৌশলী রুহুল আমিন এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। এ ঘটনায় ডা. আবু সাঈদ রাতেই সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় যুবলীগ নেতা সুমনসহ ৪/৫ জনকে আসামি করা হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে সন্ত্রাসী হামলার প্রতিবাদে শনিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা সদর হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে কর্মবিরতি পালন করেন চিকিৎসক ও নার্সরা। এ সময় জেলার দূর-দূরান্ত থেকে আসা শত শত রোগী ব্যাপক দুর্ভোগের শিকার হন। পরে চিকিৎক ও নার্সরা জেলা সদর হাসপাতালের সামনে মানববন্ধন পালন করেন। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডা. আবু সাঈদ, সহ-সভাপতি ডা. সুখেন্দু বিকাশ তালুকদার, ডা. শওকত হোসেন, যুগ্ম-সম্পাদক ডা. ফখরুল আলম আশেক, সাংগঠনিক সম্পাদক ডা. মিজানুর রহমান হেলাল, ডা. রানা নুরুস শামস, ডা. হারুনুর রশীদ, ডিপ্লোমা নার্সিং অ্যাসোসিয়েশন সভাপতি ফেরদৌসি বেগম, সাধারণ সম্পাদক জাকির হোসেন। বিএমএ সাধারণ সম্পাদক ডা. আবু সাঈদ বলেন, মারধরের ঘটনায় আমরা মামলা করেছি। সন্ত্রাসী হামলার প্রতিবাদে আমাদের কর্মসূচিও চলবে





Shares