তিতাসের ১৯নং কূপে গ্যাস উত্তোলন শুরু
নিজস্ব প্রতিবেদক :: ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রের ১৯ নং কুপ থেকে পরীক্ষামূলকভাবে উত্তোলন শুরু হয়েছে।
শনিবার সন্ধ্যা থেকে জাতীয় গ্রিডে এ গ্যাস সরবরাহ করা হচ্ছে। দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যোগ হবে জাতীয় গ্রিডে।
ধারণা করা হচ্ছে, প্রকল্পটিতে পূর্ণাঙ্গভাবে বাণিজ্যিক উত্তোলন শুরু হলে দেশের চলমান গ্যাস সঙ্কট অনেকটা কেটে যাবে।
সূত্রমতে, প্রায় দেড়শ’ কোটি টাকা ব্যয়ে গত ১৬ মার্চ রাশিয়ান কোম্পানি গ্যাসফ্রম ইন্টারন্যাশনাল কূপের খনন কাজ শুরু করে। খনন শুরুর প্রায় দুমাস পর শনিবার থেকে পরীক্ষামূলকভাবে প্রকল্পটি উৎপাদনে যায়।
১৯ নং কুপের প্রকল্প পরিচালক আহমেদ হোসেন জানান, পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন করা হচ্ছে। এ কূপ থেকে উত্তোলন করা দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যাচ্ছে। খুব শিগগিরই বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হবে।
উল্লেখ্য, বাংলাদেশ গ্যাস ফিল্ড বর্তমানে দেশে উৎপাদিত গ্যাসের প্রায় ৪০ শতাংশ জাতীয় গ্রিডে সরবরাহ করছে।