Main Menu

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির “গণ অনশন” কর্মসূচীর উদ্যোগ গ্রহণ

+100%-

সারা দেশে অব্যাহত খুন, গুম, অপহরণ, সরকার দলীয় ক্যাডারদের সন্ত্রাস দ্বারা নির্যাতন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানের নামে রাজনৈতিক ষড়যন্ত্র মূলক মামলার প্রতিবাদে এবং সকল কারাবন্দি নেতৃবৃন্দের মুক্তির দাবীতে, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আগামী ৪ মে রবিবার সকাল ৯টা হতে বিকেল ৬টা পর্যন্ত “গণ অনশন” কর্মসূচী জেলা বিএনপির উদ্যোগে পালিত হবে। স্থানীয় পৌর মুক্ত মঞ্চে উক্ত কর্মসূচী অনুষ্ঠিত হবে। দলের এবং সকল অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের উক্ত কর্মসূচী সফল ও সার্থকভাবে পালনের জন্য আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ জহিরুল হক খোকন।

জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আলহাজ্ব এবিএম মোমিনুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। – প্রেস বিজ্ঞপ্তি


Shares