Main Menu

সরকারপাড়া ড্রেন নির্মান কাজ উদ্বোধন করলেন মেয়র মোঃ হেলাল উদ্দিন

+100%-

প্রতিবেদক :: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জননেতা মোঃ হেলাল উদ্দিন বলেছেন, অনেক মানূষ অসচেতন ভাবে পৌরসভার ড্রেনের উপর ময়লা ফেলে। এতে ড্রেনেজ ব্যবস্থা বাধা গ্রস্থ হয়। অল্প বৃষ্টিতেই শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ড্রেনে ময়লা আবর্জনা ফেলার কারনে শহরের সৌন্দর্য নষ্ট হয়, মসা মাছির উপদ্রপ বাড়ে, নানা রোগ বালাই ছরিয়ে পরে। এতে জন দূর্ভোগ বাড়ে। চাহিদার তুলনায় আমাদের পরিছন্নতা কর্মীর সংখ্যা কম তাই এ সমস্ত জনদূর্ভোগ লাগভে পৌর সভার পরিছন্নতা কর্মীর পাশাপাশি শহর বাসীকেও সচেতন ভুমিকা রাখতে হবে। তিনি নিজ নিজ বাসাবাড়ি ও ব্যাবসা প্রতিষ্ঠানের সামনের ড্রেনে ময়লা না ফেলে পানি চলাচলের জন্য স্বচল রাখার জন্য শহরবাসীকে আহবান জানান।

মেয়র রবিবার সকালে পৌরসভার সরকারপাড়ায় (পশ্চিম কাজিপাড়ায়) এড. সারওয়ার আলম এর বাড়ি সংলঙ্গ রাস্তার ড্রেন নির্মান কাজ উদ্বোধন কালে উপরক্ত বক্তব্য প্রধান করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর এডঃ মোঃ শাহ আলম, নির্বাহী প্রকৌশলী এটিএম মহিউদ্দিন খন্দকার, সহকারি প্রকৌশলী মোঃ কাওছার আহমেদ, শহর আওয়ামীলীগের সহ সভাপতি আবিদুর রহমান দেওয়ান, রফিক সর্দার, শফিকুল ইসলাম তৌছির, মোবারক মিয়া, মোঃ সেলিম, সাইফুল ইসলাম আবেদ, মোস্তফা সরকার, কলেজ ছাত্রলীগ সভাপতি শাহাদাৎ হোসেন শোভন, জেলা ছাত্রলীগ নেতা একে বাবুু প্রমুখ সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।

পরে মেয়র ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন এবং দেশের উন্নয়ন ও শান্তি কামনা করে মহান আল্লাহ তালার দরবারে মোনাজাত করেন। মোনাজাত পরিচালনা করেন সরকার পাড়া মসজিদের ইমাম মাওঃ মোবারক উল্লাহ।






Shares