ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০,আটক ৫
নিজস্ব প্রতিবেদক :: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খলিয়ারা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
শনিবার সকাল ১১ টার দিকে ওই গ্রামের মুছা মিয়ার গোষ্ঠীর সঙ্গে জাহের মিয়ার গোষ্ঠীর লোকজনদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়।
এর আগে গত বুধবার থেকে দুই পক্ষের কয়েক দফা সংঘর্ষে আরো অন্তত ২৫/৩০ জন আহত হয়। আহতদের শহরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, থলিয়ারা গ্রামের একটি জমির মালিকানা নিয়ে গত ১০ বছর ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। ওই বিরোধকে কেন্দ্র করে গত বুধবার থেকে দুই পক্ষের একাধিকবার সংঘর্ষে হয়। সর্বশেষ শনিবার সকালেও সংঘর্ষ হয়। দফায় দফায় সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়।
এছাড়া সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০/২৫টি বাড়িঘর ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া সদরের সার্কেলের এএসপি তাপস চন্দ্র ঘোষ জানান, সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় ৫ জনকে সংঘর্ষস্থল থেকে আটক করেছে পুলিশ।