উপজেলা নির্বাচনে দুই সাংবাদিক প্রার্থীর পক্ষে গনসংযোগ করবে ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাব।
শামীম উন বাছির : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাপ্তাহিক গতিপথ’র নির্বাহী সম্পাদক ইলেকট্রনিক্স মিডিয়ায় সালমা-সোবহান ফেলোশীপ প্রাপ্ত এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত ও আশুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী মাছরাঙ্গা টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া জেল্ াপ্রতিনিধি ও দৈনিক একুশে আলোর সম্পাদক সেলিম পারভেজ এর পক্ষে নির্বাচনী প্রচারনা চালানোর সিদ্ধান্ত নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাব। গতকাল সোমবার ক্লাবের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় প্রার্থী দু-জনকে নির্বাচিত করার জন্যে দল-মত নির্বিশেষে দুই উপজেলার ভোটারদের প্রতি আহবান জানানো হয়। রিপোর্টার্স ক্লাবের আহবায়ক পীযুষ কান্তি আচার্যের সভাপতিত্বে এতে বতৃতা করেন রিপোর্টার্স ক্লাবের সদস্য সচিব জাবেদ রহিম বিজন,সাপ্তাহিক আগামীর খবরের ভারপ্রাপ্ত সম্পাদক প্রবীন সাংবাদিক রিপোর্টার্স ক্লাবের সদস্য বাদল গুহ, ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডটকমের আলী আসিফ গালিব,দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু,দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাদৎ হোসেন,আরটিভি’র ফখরুল ইসলাম আইয়ুব,দেশ টিভির মাসুক হ্নদয়,দৈনিক প্রজাবন্ধুর লিটন চৌধুরী,ডেইলী নিউএজের কাজী হান্নান খাদেম,দৈনিক মানবকন্ঠের সমীর চক্রবর্ত্তী, এসএ টিভির শফিকুল ইসলাম,বাংলাদেশ কন্ঠের শফিকুল আলম স্বপন,ডেইলী অবজারভার ও সাপ্তাহিক-২০০০ এর সীমান্ত খোকন,শীর্ষ নিউজের সুমন রায়,জাষ্ট নিউজের মেহেদী নূর পরশ, দৈনিক অন্য দিগন্তর জেলা প্রতিনিধি শামীম উন বাছির,চ্যানেল নাইনের আল মামুন প্রমুখ। সভায় সাংবাদিক হিসেবে এই দুই প্রার্থীকে সমর্থন জানিয়ে তাদের পক্ষে সকল সাংবাদিকদের কাজ করার অনুরোধ জানানো হয়। পাশাপাশি দুই উপজেলার দলমত নির্বিশেষে সকল ভোটারদের প্রতি সমাজ ও জাতির বিবেক হিসেবে পরিচিত সাংবাদিক প্রার্থীদের নির্বাচিত করার আহবান জানানো হয়। সভায় সিদ্ধান্ত নেয়া হয় আগামীকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়া সদরে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতের পক্ষে এবং বৃহস্পতিবার আশুগঞ্জে পুরষ ভাইস চেয়ারম্যান প্রার্থী সেলিম পারভেজ এর পক্ষে গনসংযোগ করবে ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাব।