ব্রাহ্মণবাড়িয়ায় ডিসি অফিস ঘেরাও
প্রতিবেদক :: ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরসহ আশপাশের কয়েকটি গ্রামে চুরি রোধে পদক্ষেপ নেওয়ার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি) অফিস ঘেরাও করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার দুপুরে ঘেরাও কর্মসূচিতে ভাদুঘর গ্রামের সহস্রাধিক কৃষক অংশ নেন।
এসময় কৃষকরা চুরিরোধে কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করে ও বিভিন্ন স্লোগান দেন।
কৃষকদের অভিযোগ, ভাদুঘরসহ আশপাশের মাশাউড়া, টেকেরখলা, দেওদিনা, ছাইরদাইরা বিলে কৃষকদের সেচের মেশিনসহ বিভিন্ন কৃষি সরঞ্জামাদি প্রায় প্রতিদিনই চুরি হচ্ছে।
এছাড়াও বাড়ি থেকে কৃষকদের হালের বলদ ও গাভী চুরি হচ্ছে। এ ব্যাপারে পুলিশকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয় না পুলিশ। এর প্রতিবাদ ও চুরিরোধে পদক্ষেপ নেওয়ার দাবিতে ডিসি অফিস ঘেরাও কর্মসূচি দেন তারা।
এসময় বিক্ষোভকারীরা চোরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন।