Main Menu

গর্ভবতী মহিলাদের নিরাপদ প্রসব ও প্রসূতি মা’দের জন্য করণীয় বিষয়ক এডভোকেসী সভা অনুষ্ঠিত

+100%-

প্রতিবেদক : স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো গৃহীত কর্মসূচীভুক্ত প্যাকেজ নং ১২ এ বেসরকারি সংস্থা আজমির ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়িত “গর্ভবতী মহিলাদের নিরাপদ প্রসবে করণীয়” বিষয়ক ২টি এডভোকেসী সভা ও ভিডিও প্রদর্শনী ২৭ ফেব্রুয়ারী সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সভাকে এবং দুপুরে উলচাপাড়া কমিউনিটি কিনিকে অনুষ্ঠিত হয়।

বিভিন্ন পেশার স্বাস্থ্য সেবা গ্রহিতাদের অংশগ্রহণে আয়োজিত কর্মসূচীতে মহিলাদের গর্ভধারণকালীন বিভিন্ন ধরণের সমস্যা ও পারিবারিক উদ্যোগে এসবের গুরুত্ববহ সমাধানে করণীয় কর্তব্য সম্পর্কে আলোচনা করেন রিসোর্স পারসন ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডাঃ নারায়ন চন্দ্র দাস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শওকত হোসেন, সিভিল সার্জন অফিসের ভারপ্রাপ্ত সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা নাজবাহুল ইসলাম, নার্সিং ইনস্টিটিউট এর ইন্সট্রাক্টর ইনচার্জ শুকা কুন্ডু, আজমীর ইন্টারন্যাশনাল এর প্রতিনিধি মনির উদ্দিন আহমেদ, সাবেক স্বাস্থ্য পরিদর্শক মোঃ নুরুল ইসলাম, সাংবাদিক মোঃ আবুল হাসনাত অপু। এডভোকেসী সভার শেষাংশে গর্ভবতী মহিলাদের গর্ভকালীন সময়, নিরাপদ প্রসব বিষয়ে পরিবারের সদস্যদের করণীয়, কুসংস্কারমুক্ত থাকা, গর্ভবতী এবং প্রসূতি মা’দের সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ নিশ্চিত করার প্রতি আলোচকগণ গুরুত্ব আরোপ করেন। ভারপ্রাপ্ত সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কর্মসূচী বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন।






Shares