সদর উপজেলার চেয়ারম্যান পদে সাবেক ভি.পি শামীমকে জেলা বি.এন.পি থেকে মনোনয়ন দেওয়ার জন্য জোড় দাবী
প্রতিবেদক : সদর উপজেলার পরিষদ নির্বাচনে চেয়ারম্যানপদে জেলা বি.এন.পি থেকে ৯০এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের কারা নির্যাতিত নেতা, জেলা ছাত্রদলের বিপ্লবী আহবায়ক ও সাবেক ভি.পি জেলা বি.এন.পির সমাজ কল্যান সম্পাদক আবু শামীম মোঃ আরিফকে মনোনয়ন দেওয়ার জন্য সদর উপজেলার উত্তরাঞ্চলের সুহিলপুর, মজলিশপুর, বুধল ও তালশহরপূর্ব ইউনিয়নের পক্ষ থেকে জোরালো দাবী জানান। এই চার ইউনিয়নের নেতৃবৃন্দরা গতকাল বিকালে জেলা বি.এন.পির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট এ দাবী পেশ করেন। এসময় এই চার ইউনিয়নের বি.এন.পির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বি. এন.পির সহ-সভাপতি মোবারক মুন্সী, জেলা বি.এন.পির সদস্য জিয়া উদ্দিন মুন্সি আঙ্গুর, মজলিশপুর ইউপির বি.এন.পির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সুবেদ আলী, সাধারণ সম্পাদক কাশম মুন্সি, সুুহলপুর ইউনিয়ন বি.এন.পির সভাপতি খসরু মোল্লা, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খন্দকার, বুধল ইউপির বি.এন.পির সভাপতি উবায়দুল ইসলাম গিয়াস, বুধল ইউপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, তালশহরপূর্ব ইউপির বি.এন.পির সাধারণ সম্পাদক মুহিবুর রহমান (মন্টু ডাক্তার), সুহিলপুর ইউপি বি.এন.পি সাংগঠানিক সম্পাদক হাফিজ উদ্দিন, মজলিশপুর ইউপির বি.এন.পির সাংগঠানিক সম্পাদক চেরাগ আলী, সুহিলপুর শ্রমিক দলের সভাপতি হারুন মোল্লা, মজলিশপুর শ্রমিক দলের সভাপতি ছামাদ মোল্লা, আখতার হোসেন, রাকিব, মানিক, শাহিন মোল্লা, এডভোকেট বশির আহমেদ প্রমুখ। গতকাল জেলা বি.এন.পির সভাপতি এডভোকেট হারুন অর রশীদের বাসভবনে গিয়ে জেলা বি.এন.পির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খোকন ও সাংগঠানিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজকে জেলা কারাগার থেকে মুক্তি পাওয়ায় তাদেরকে ফুলের তুরা দিয়ে অভিনন্দন জানান এবং সাবেক ভি.পি শামীমকে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়ার জন্য জোরালো দাবী করেন। এ দাবী জানিয়ে উত্তরাঞ্চলের নেতৃবৃন্দরা জেলা বি.এন.পির সভাপতি এডভোকেট হারুন অর রশিদ এর বাসবভন থেকে মিছিল সহকারে টি.এ.রোডে এসে এক পথ সভায় মিলিত হয়। মজলিশপুর ইউপির বি.এন.পির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সুবেদআলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপরোক্ত নেতৃবৃন্দরা। এছাড়াও বক্তব্য রাখেন সাবেক ভি.পি জহিরুল ইসলাম চৌধুরী লিটন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল হক জুয়েল, রুমেল উদ্দিন আহমেদ, সজিবুরে রহমান সজিব ও শেখ মোঃ গিয়াস উদ্দিন সহ আরো অন্যান্য নেতৃবৃন্দরা। এছাড়া ও উক্ত সভায় উত্তরাঞ্চলের নেতৃবৃন্দ সহ বি.এন.পির বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন। (প্রেস বিজ্ঞপ্তি)