ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ এর দ্বিবার্ষিক সম্মেলন
রবীন্দ্র-সূর্যের নিচে বাঙালির অধিবাস। বাঙালির সাংস্কৃতিক ভূগোলে রবীন্দ্রনাথ অনন্য অধীশ্বর। তাঁর কথা আমাদের প্রাণের বচন, তাঁর কবিতা আমাদের হৃদয়তন্ত্রীর সুর, তাঁর গান আমাদের অন্তরের ঐশ্বর্য। সমগ্র রবীন্দ্রসাহিত্য বাঙালির সুখে-দুঃখে, আনন্দ-বেদনায়, সংকটে-সম্ভাবনায় বিরাজমান। তিনি আমাদের দীক্ষা দিয়েছেন বাঙালিত্বে, মনুষ্যত্বে, মানবিকতায়, আন্তরর্জাতিকতায়। এই রবীন্দ্রচেতনাকে বুকে ধারণ করে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ ব্রাহ্মণবাড়িয়া শাখার দ্বিতীয় দ্বিবার্ষিক সম্মেলন ২০১৪। আগীম ১০ ফাল্গুন ২২ ফেব্র“য়ারি শনিবার সন্ধ্যা ৬ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশারফ হোসেন। সম্মেলনের উদ্বোধন করবেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ এর কোষাধ্যক্ষ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও আবৃত্তি বিভাগের পরিচালক সোহরাব উদ্দিন। সভাপতিত্ব করবেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি আহমদ আল মামুন। অনুষ্ঠান মালায় রয়েছে সন্ধ্যা ৬ টায় উদ্বোধনী সঙ্গীত ও প্রদীপ প্রজ্বালন, সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে অতিথিবৃন্দের আসনগ্রহণ, সন্ধ্যা ৬টা ২০ মিনিট স্বাগত ভাষণ, শুভেচ্ছা বক্তব্য, অতিথিবৃন্দের আলোচনা, সভাপতির ভাষণ ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রবীন্দ্র-ললিতকলার পরিবেশনায় সঙ্গীতা অনুষ্ঠান। অনুষ্ঠানে সকলকে আমন্তন জানিয়েছেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ ব্রাহ্মণবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক অরুণাভ পোদ্দার। (প্রেসবিজ্ঞপ্তি)