Main Menu

বর্ষা মৌসুমে শহরের ড্রেনেজ ব্যবস্থা স্বচল রাখতে আগাম সতর্কতা গ্রহন করুন….মেয়র মোঃ হেলাল উদ্দিন

+100%-
প্র
প্রতিবেদক:প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জননেতা মোঃ হেলাল উদ্দিন বলেছেন, দিন দিন শহরের জন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে শহরের আবাসন ব্যবস্থা। ফলে পুকুর ও খোলা জায়গা ভরাট হয়ে শহরের রাস্তা ও ড্রেনের উপর চাপ বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে প্রতি বছর বর্ষা মৌসুমে ড্রেনেজ ব্যবস্থা বাধা গ্রস্থ হয়ে শহরের বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতা সৃস্টি হয়। তাই আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে চাইলে শহর বাসীকে আগাম সতর্কতা গ্রহন করতে হবে। তিনি এলাকাবাসীকে নিজ নিজ উদ্দ্যোগে নিজ বাড়ীর আশে পাশের রাস্তা ও ড্রেন পরিষ্কার রাখতে সকলের প্রতি আহবান জানান। মেয়র সকালে পৌরসভার মধ্যপাড়ায় হুমায়ন কবির স্কুল থেকে বসাক পাড়া গামী রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন কালে এলাকার গন্যমান্য ব্যক্তির উপস্থিতিতে উপরোক্ত বক্তব্য প্রদান করেন। এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর সভার সাবেক ভাইস চেয়ারম্যান, শহর আওয়ামীলীগ সভাপতি হাজী মোঃ মুসলিম মিয়া, ওয়ার্ড কাউন্সিলর আলী আহসান কাওছার, পৌর সচিব মোঃ ইসহাক ভুঞা, জেলা যুবলীগ সভাপতি এডঃ মাহবুবুল আলম খোকন, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি রফিকুল ইসলাম দুলাল, পৌরসভার সহকারি প্রকৌশলী মোঃ কাওছার আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোঃ হিরন মিয়া, আলহাজ শাহজাহান মিয়া, ঠিকাদার জুয়েল, ফোরকান, জামিল, জনি, ছগির হোসেন প্রমুখ।






Shares