ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে শিশুর মৃত্যু
প্রতিবেদক: আজ শনিবার দুপুর দেড়টার দিকে ব্র্রাহ্মণবাড়িয়ায় বসতঘরে আগুন লেগে ইয়ামিন নামে তিন বছর বয়সী এক শিশু পুড়ে মারা গেছে। নিহত ইয়ামিন শহরের মেড্ডা তিতাসপাড়া এলাকার বাসীন্দা মোঃ কামাল মিয়ার সন্তান। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলা ধারণা করা হয়েছে।
শিশু ইয়ামিনের বাবা কামাল মিয়া জানান, দুপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে তার টিনের ঘরে আগুন লাগে। এসময় তার মেয়ে ইয়ামিন ঘরে ঘুমিয়ে ছিল। আগুন লাগার সময় সেখানে আর কেউ ছিল না। ঘরে ধোয়া দেখে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘুমিয়ে থাকা ইয়ামিন পুড়ে মারা যায় এবং বসতঘরটি পুড়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস চন্দ্র ঘোষ বাংলানিউজকে জানান, পুরো বিষয়টি জানার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
« আখাউড়া প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত : মানিক সভাপতি, নূরুন্নবী সম্পাদক (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) অপহরণের তিন দিন পর স্কুল ছাত্রী উদ্ধার »