বিশ্বায়নের যুগে বিশ্বের সাথে তাল মেলাতে ইংরেজি শিক্ষার কোন বিকল্প নেই….. মেয়র মোঃ হেলাল উদ্দিন
প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, মাহবুবুল হুদা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি জননেতা মোঃ হেলাল উদ্দিন বলেছেন, শিক্ষা ছাড়া কোন দেশ-জাতি সামগ্রকিভাবে উন্নতি লাভ করতে পারে না । আমাদের আগামী প্রজন্ম সুশিক্ষত না হলে দেশের কোন উন্নয়নই সফলতা অর্জন করতে পারবে না। তাই বর্তমান সরকার শিক্ষাকে প্রাধান্য দিয়ে নানা মুখি প্রকল্প বাস্তবায়ন করছে। তিনি বলেন, প্রযুক্তি নির্ভর বর্তমান বিশ্বে পৃথিবীর উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে ইংরেজী শিক্ষার কোন বিকল্প নেই। অবাধ তথ্য আদান-প্রদান, উন্নত প্রযুক্তি ব্যবহার করতে ইংরেজীই হচ্ছে একমাত্র মাধ্যম। সঙ্গত কারনেই পৃথিবীর অনেক দেশে দ্বিতীয় রাষ্টীয় ভাষা হিসেবে ইংরেজী কে ব্যবহার করে আসছে এবং ইংরেজী শিক্ষায় সম্মৃধ হওয়ার ফলে এ সমস্ত দেশ উন্নত দেশ হিসেবে স্বিকৃত হয়েছে। আমাদের দেশে ছেলে মেয়েদের মাঝে একটা ইংরেজী ভিতি কাজ করে। এই ভিতিকে অতিক্রম করতে হবে। তা নাহলে আমাদের জাতীয় উন্নয়ন বাধা গ্রস্ত হবে। মেয়র গতকাল সকালে ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ে “ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব মোটিভেশন কোর্স” এর উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এসময় তিনি বিদ্যালয়ে ব্যাপক সংখ্যক ছাত্রীর উপস্থিতির ভূয়ষী প্রসংশা করে বলেন, সরকার দেশের অধের্ক জন গোষ্ঠি নারী সমাজকে গুরুত্ত দিয়ে তাদের অবৈতনিক শিক্ষা, উপবৃত্তি চালু সহ সামগ্রীক অধিকার বাস্তবায়ন করতে করতে নানা মুখি প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। এসমস্ত নীতি বাস্তবায়ন করার ফলে নারী সমাজ আজ দেশের অন্যতম অর্থনৈতিক শক্তি। তিনি অপপ্রচার ও ষড়যন্ত্র প্রতিহত করে ছাত্রীদের উন্নয়ন-সম্মৃধি ও সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার অহবান জানান। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ আহমদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন ভট্টাচার্য্য, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ হারুন-অর-রশিদ, উপজেলা যুব ও উন্নয়ন অফিসার নাজমা বেগম, পৌরসভার নিবার্হী প্রকৌশলী এটিএম মহিউদ্দিন খন্দকার। সভায় বিদ্যালয়ের পরিচালনা পরিষদের পক্ষে বক্তব্য রাখেন, অভিভাবক সদস্য মোঃ আনোয়ার হোসেন। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন জোহরা বেগম, এম শাহনেওয়াজ ভুইয়া। সভায় মুল প্রবন্ধ পাঠ করেন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক ওয়াসিম আহমেদ খান শিমুল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদ সদস্য মমিনুল ইসলাম মোল্লা, আনোয়ারুল ইসলাম ভুইয়া, হাফেজ মোঃ আব্দুল্লাহ, সোহরাব হোসেন সুজন, ডেইলী স্টার এর জেলা প্রতিনিধি শেখ শহিদুল ইসলাম, গ্রীন ভ্যালী স্কুলের চেয়ারম্যান নাজমুল হক, পরিচালক মোঃ আব্দুল বাছির। সভা পরিচালনা করেন ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের সদস্য ফারজানা আক্তার ববি ও আফজাল হোসেন মুন্সি। সভায় ভাদুঘরের গন্যমান্য ব্যাক্তিবর্গ, বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য বৃন্দ, শিক্ষক-শিক্ষকা ও ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন।