হেফজখানার বুকে পবিত্র কোরান ধারনকৃত কোরানে হাফেজরাই আমাদেরকে আলোর পথ দেখাবে—ওসি আবদুর রব
প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাকাইল হাফেজিয়া মাদ্রাসার হেফজখানার ৫০ জন ছাত্রকে পোষাক সামগ্রী প্রদান করা হয়েছে। বুধবার সকালে মাদ্রাসা প্রাঙ্গনে তাদের হাতে এ মূল্যবান উপহার সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রব। মাদ্রাসার মোহতামিম হাফেজ আবুল কাসেমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, বিশিষ্ট মুরুব্বী গহর আলী, আবদুল লতিফ, সাবেক ইউপি সদস্য দেওয়ান আলী, আলী আজম, বিল্লাল আহমেদ, আলী মিয়া, রফিকুল ইসলাম, আল মামুন।এসময় ওসি আবদুর রব বলেন, আজকে যারা হেফজখানায় মহাগ্রন্থ পবিত্র কোরান বুকে ধারন করে একদিন কোরানে হাফেজ হবেন তারাই একদিন আমাদেরকে আলোর পথ দেখাবে। এই শিক্ষার্থীদেরকে যোগ্য আলেম হিসাবে গড়ে তোলার জন্য তিনি মাদ্রাসা শিক্ষকদের অনুরোধ জানান।