ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন ও মৌন মিছিল
সুমন নূর : ধর্মীয় ও সংখ্যালঘুদের অস্তিত্ব বিপন্ন করে এবং তাদের দেশছাড়া করে গণতন্ত্র, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না। সংখ্যালঘু জনগোষ্ঠী অসহায়ত্বে রেখে বা বিপদে ঠেলে দিয়ে যারা শান্তিতে, স্বস্তিতে থাকার কথা ভাবছেন তাদের এ ভাবনা কোনোদিনও সফল হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছে ।হিন্দু সম্প্রদায়ের ওপর দেশব্যাপী জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে মানববন্ধন, মৌন মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও জেলা পূজা উদযাপন পরিষদ। শনিবার এ কর্মসূচি পালিত হয়।
প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলীপ নাগ, পূজা পরিষদের সাধারণ সম্পাদক পরিমল রায়, ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রদ্যুত্ নাগ, পূজা পরিষদের সভাপতি অশোক রায় চৌধুরী, সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন প্রমুখ। বক্তারা সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে সরকারি পর্যায়ে সন্ত্রাস দমন আইন, দ্রুত বিচার আইন ও বিশেষ ক্ষমতা আইনের আওতায় মামলা দায়ের যথাযথ শাস্তি নিশ্চিত করা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা, ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত মালিকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা, আহতদের চিকিৎসার ব্যবস্থা, সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হামলা চিরতরে বন্ধ করা, সাহাবুদ্দিন কমিশনের রির্পোটের সুপারিশাবলী যথাযথ বাস্তবায়নের দ্রুত পদক্ষেপ নেয়া ও দলমত নির্বিশেষে সাম্প্রদায়িক হামলার সঙ্গে জড়িত কেউ যাতে রাজনৈতিক আশ্রয়ে-প্রশয়ে বা নেতৃত্বে না থাকতে পারে তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবী জানান।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে তারা একটি মৌন মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।