Main Menu

অবিলম্বে সংখ্যালঘু নির্যাতন বন্ধ করতে সরকারের প্রতি আহবান জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ

+100%-

নিজস্ব প্রতিবেদক : আজ ঐতিহাসিক ১০ই জানুয়ারি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। মুক্তিযুদ্ধের সময় দীর্ঘ ১০ মাস পাকিস্তানে কারাবাস শেষে ১৯৭২ সালের এই দিনে স্বাধীন বাংলার মাটিতে প্রত্যাবর্তন করেন তিনি।

এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ স্হানীয় আওয়ামী লীগ অফিসে এক আলোচনা সভার আয়োজন করে। সভায় বক্তরা কঠোর ব্যবস্থা নিয়ে হলেও অবিলম্বে সংখ্যালঘু নির্যাতন বন্ধ করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
তারা বলেন, জামায়াত-শিবির ও বিএনপি চক্র যে ভাবে দেশের বিভিন্ন স্থানে ৭১এর কায়দায় সংখ্যালঘুদের উপর হামলা চালাচ্ছে তা হতে দেওয়া যেতে পারে না। অবিলম্বে এই নির্যাতন বন্ধ করতে হবে। একই সাথে এই সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।

এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ একেএম এমদাদুল বারী। প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র হেলাল উদ্দিন।


এ আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন , ১৪ দলের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আমানুল হক সেন্টু, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  মজিবুর রহমান বাবুল, যুব নেতা গোলাম মোস্তফা রাফি, বিশিষ্ট ব্যবসায়ী ওবায়দুল হক কাজল প্রমুখ।






Shares