ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মী গ্রেফতার
সুমন নূর: জেলায় হরতাল ও অবরোধে নাশকতার চেষ্টার অভিযোগে বিভিন্ন মামলায় বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। সোমবার রাত ১টা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, হরতাল ও অবরোধে নাশকতার অভিযোগে ও বিভিন্ন মামলায় সদর, আশুগঞ্জ, সরাইল, নাসিরনগর, কসবা, নবীনগর, আখাউড়া ও বিজয়নগর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও প্রতি রাতেই যৌথবাহিনীর অভিযান অব্যাহত আছে।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা পুলিশ বিশেষ শাখার অফিসার ইনচার্জ মো. মাইনুদ্দিন বলেন, ‘হরতাল ও অবরোধে নাশকতা ঘটানোর অভিযোগ ও বিভিন্ন মামলায় বিএনপি জামায়াতের ১৫ নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী।’
« প্রতি ভোটের জন্য এক হাজার ছয়শ টাকা খরচ। ব্রা হ্ম ণ বা ড়ি য়া – ২ আ স ন (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ইসলামী ব্যাংক কসবা সাংবাদিকদের সাথে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়সহ ক্যালেন্ডার ডাইরী বিতরণ »