তিতাসের ২১ নম্বর কূপে গ্যাস উৎপাদন শুরু
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাস ক্ষেত্রের ২১ নম্বর কূপে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে।
বৃহস্পতিবার রাত থেকে উত্তোলন শুরু করা হয়।
তিতাসে ক্ষেত্রে গ্যাস উত্তোলন পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে এ কূপ থেকে দিনে গড়ে ২৫ থেকে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করা সম্ভব হবে।
সূত্রমতে, চলতি বছরের গত ৩ নভেম্বর ব্রাক্ষণবাড়িয়ার সদর উপজেলার ঘাটুরায় তিতাস গ্যাস ফিল্ডের ২১ নম্বর এ কূপটিতে খনন কাজ শুরু করে রাশিয়ান প্রতিষ্ঠান গ্যাজপ্রম।
গত ২ মাসে খনন কাজ শেষ করে বৃহস্পতিবার রাত থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু করেছে তারা।
প্রকল্প পরিচালক আহম্মদ হোসেন বলেন, গ্যাস উন্নয়ন তহবিলের অর্থায়নে এ কূপটি খনন করে গ্যাজপ্রম। আগামী ২/৩ দিনের মধ্যে পরীক্ষা শেষ করে জাতীয় গ্রিডে নিয়মিত গ্যাস সরবরাহ শুরু করা হবে।
« খালেদা জিয়া আন্দোলনের নামে সারা দেশে সন্ত্রাস নৈরাজ্য করছে : নির্বাচনী সভায় মোকতাদির চৌধুরী এম.পি (পূর্বের সংবাদ)