“কুটিচৌমুহনী-মহাখালী বিআরটিসি বাস সার্ভিস” উদ্বোধন করলেন পৌর মেয়র
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, মিউনিসিপ্যাল এসোসিয়েশেন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, জননেতা,মোঃ হেলাল উদ্দিন বলেছেন, দেশের মানুষের মঙ্গলের কথা চিন্তা করে জননেত্রী শেখ হাসিনা সরকার দেশের যাতায়াত ব্যাবস্থার উন্নয়নে প্রভুত উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করেছে। নতুন নতুন সড়ক মহা সড়ক নির্মান, পুড়াতন রাস্তা সংষ্কার, ব্রীজ কালভার্ট নির্মান করেছে। দেশের যানযট নিরসনে ট্রাফিক ব্যাবস্থার ডিজিটিলাইজ করেছে। রাজধানী ঢাকা সহ বিভাগীয় শহরে ফ্লাইওভার নির্মান করেছে। ফলে দেশের যোগাযোগ ব্যাবস্থা এখন সর্বাধুনিক। মেয়র গতকাল বিকালে দক্ষিণ পৈরতলার বিআরটিসি বাস কাউন্টারে বর্ধিত আকারে “কুটিচৌমুহনী-মহাখালী বিআরটিসি বাস সার্ভিস” উদ্বোধন কালে উপরক্ত কথা বলেন। বক্তব্যে তিনি আরো বলেন, বর্তমান সরকারের যোগাযোগ ব্যাবস্থার উন্ন্য়নে ইর্ষাপরায়ণ হয়ে বিএনপি জামাত জোট হরতাল-আবরোধের নামে রাস্তা-ঘাট, যানবাহন ও রাস্তার দু পাশের গাছপালার ক্ষতি করছে। এমনকি চলন্তবাসে আগুন দিয়ে জীবন্ত মানুষ পুড়িয়ে মারা, ট্রেনের নাশকতা চালানোর মত পৈচাশিকতা তাদের নিত্যদিনে ঘটনা হয়ে দাড়িয়েছে। মেয়র, এসমস্ত নাশকতাকারীদের বিরুদ্ধে সামজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সকল কে আহবান জানান। এসময় অন্যানর মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা তাজ মোঃ ইয়াছিন, মোঃ মহসিন মিয়া, হাবিবুল্লাহ বাহার, হাজী মোঃ শাহজাহান, শেখ মোঃ মহসিন, ফজলুল হক মিয়া, মোঃ সিফার খান, মোঃ হিরন মিয়া, মজিবর রহমান, এসএম আলম, গিয়াস উদ্দিন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। পরে মেয়র ফিতা কেটে নতুন রুটের উদ্বোধন করেন এবং দেশের শান্তি শৃংখলা, গনপরিবহন ও যাত্রীসাধারনের জানমালের নিরাপত্তা রক্ষায় মহান আল্লাহ তায়ালার কাছে মোনাজাত করেন। উলেক্ষ্য সরকারি পরিবহন বিঅরটিসি এ যাবত কালে ব্রাহ্মণবাড়িয়া দক্ষিন পৈরতলা থেকে রাজধানী উদ্দেদেশ্য চলাচল করত। জেলার দক্ষিন অঞ্চলের মানুষের সুবিধার কথা বিবেচনা করে এই সার্ভিস কুটিচৌমুহনী পর্যন্ত সম্প্রসারিত করা হয়।