ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে রেল চলাচল স্বাভাবিক
প্রতিনিধি :সাটল ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হওয়ার কয়েক ঘণ্টা পর ঢাকা-সিলেট ও ঢাকা চট্টগ্রাম রুটে রেল চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার পাঘাচং এবং ভাতশালা স্টেশনের মধ্যবর্তী এলাকায় ফিসপ্লেট খুলে ফেলায় দুর্ঘটনা কবলে পড়ে ওই ট্রেনটি। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর আপ লাইনে (ঢাকাগামী) ট্রেন চলাচল বন্ধ থাকার পর দুপুর ১টায় ঢাকা-সিলেট ও ঢাকা চট্টগ্রাম রেল চলাচল স্বাভাবিক হয়েছে। তবে এসময়ে ডাউন লাইনে বিকল্প ব্যবস্থায় রেল চলাচল স্বাভাবিক ছিল।
তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে আখউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগি উদ্ধার করে। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহাতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে রেল কর্তৃপক্ষ।
« ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় নারী নিহত (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) স্বাধীনতা-সার্বভৌমত্ব ও দেশের অস্তিত্ব রক্ষার্থে আগামী নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে »