Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতার অভিযোগে আটক ৫

+100%-
প্রতিনিধি :বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। তবে অবরোধে নাশকতার অভিযোগে পুলিশ পাঁচজনকে আটক করেছে।

অবরোধের প্রথম প্রহরে সকাল ৮টার দিকে জেলার প্রধান প্রধান সড়কে মিছিল করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। অবরোধে জেলার কোথাও কোনো নাশকতার খবর পাওয়া যায়নি।

ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। তবে জেলার আভ্যন্তরীণ সড়কে সিএনজি অটোরিক্সা ও ছোটখাটো যানবাহন চলাচল করছে। ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম জানান, সদর থানা এলাকা থেকে চারজন ও কসবা থানা এলাকা থেকে একজনকে আটক করেছে পুলিশ। তিনি জানান, শহরের ৪১টি পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। তবে অবরোধে নাশকতার অভিযোগে পুলিশ পাঁচজনকে আটক করেছে।

অবরোধের প্রথম প্রহরে সকাল ৮টার দিকে জেলার প্রধান প্রধান সড়কে মিছিল করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। অবরোধে জেলার কোথাও কোনো নাশকতার খবর পাওয়া যায়নি।

ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। তবে জেলার আভ্যন্তরীণ সড়কে সিএনজি অটোরিক্সা ও ছোটখাটো যানবাহন চলাচল করছে। ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম জানান, সদর থানা এলাকা থেকে চারজন ও কসবা থানা এলাকা থেকে একজনকে আটক করেছে পুলিশ। তিনি জানান, শহরের ৪১টি পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। – See more at: http://www.sheershanews.com/2013/12/17/17631#sthash.4SPzR892.dpuf






Shares