Main Menu

আন্তর্জাতিক স্পেশাল অলিম্পিকে ব্রাহ্মণবাড়িয়ার দুইজন প্রতিযোগির ৩টি স্বর্ণপদক লাভ

+100%-

সম্প্রতি অষ্ট্রলিয়াতে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্পেশাল অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় দলে অংশগ্রহণকারী সুইড ব্রাহ্মণবাড়িয়া শাখা পরিচালিত বিজেশ্বর সনি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের কৃতি প্রতিবন্ধী ছাত্রী রাবেয়া আক্তার ব্যাডমিন্টন প্রতিযোগিতায় একক ও দ্বৈতে দুইটি স্বর্ণ পদক এবং আছমাতুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের বুদ্ধি প্রতিবন্ধী কৃতি প্রতিযোগী মনির হোসেন বৌচি প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করেছে। উল্লেখ্য যে, প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় দল মোট ৪৩টি স্বর্ণ, ২০টি রোপ্য এবং ৭টি ব্রোঞ্জ পদক লাভ করে বহিঃবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করেছে। সুইড ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক পৌর চেয়ারম্যান আল মামুন সরকার এক বিবৃতিতে স্বর্ণপদক অর্জনকারী ব্রাহ্মণবাড়িয়ার দুইজন প্রতিবন্ধী কৃতি প্রতিযোগিকে অভিনন্দন জানিয়েছেন। (প্রেস বিজ্ঞপ্তি)






Shares