ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন অফিস এলাকা থেকে ১৯টি হাতবোমা উদ্ধার
প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন অফিস সংলগ্ন ভবন থেকে ১৯টি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ৮ টার দিকে সদর উপজেলা নির্বাচন অফিস সংলগ্ন পরিত্যক্ত একটি ভবনে অভিযান চালিয়ে সদর থানা পুলিশ এগুলো উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ২ নং ফাড়ির এসআই শামছুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম উপজেলা চেয়ারম্যানের অফিসর পূর্ব দিকের পরিত্যক্ত একটি ভবনে অভিযান চালায়। এ সময় পুলিশ সেখান থেকে ১৯টি বড় সাইজের হাতবোমা ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। এ ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি। জোর অনুসন্ধান চলছে।
সরঞ্জামগুলোর মধ্যে ছিল এলএমজি বাজি, চকলেট বাজি, মার্বেল, পাথর, দিয়াশলাই, রিকশার বল, স্কচটেপ ও জর্দার খালি কৌটা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব জানান, হরতাল-অবরোধে জনমনে আতঙ্ক ছড়াতে এগুলো বিস্ফোরণের জন্য মজুদ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।