নবীনগর উপজেলায় ১৮ দলের ৭২ ঘন্টার অবরোধের বিক্ষোভ মিছিল
প্রতিনিধি: শনিবার হতে সোমবার পর্যন্ত সারা দেশে রাজপথ, রেলপথ ,ও নৌপথ অবরোধের ঘোষনা দিয়েছে ১৮ দলীয় জোট। এরই পরিপেক্ষিতে ১৮ দলের ৭২ ঘন্টার ডাকা অবরোধের প্রথম দিনে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আজ শনিবার সকালে ১৮ দলের নেতাকর্মীরা পৌর এলাকার বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল দেখা যায়। মিছিল শেষে উপজেলা বিএনপির কার্যলয়ে উপস্থিতিতে প্রধান বক্তা সাবেক পৌর প্রশাসক ও সম্পাদক(বিএনপি) মো: মলাই মিয়া বলেন, দেশবাশির প্রত্যাশা সম্পুর্ন উপেক্ষা করে ,আন্তর্জাতিক সম্পদায়ের উপর্যুপরি আহবান উপেক্ষা করে এবং বিরোধী দলের দাবির প্রতি কোনো তোয়াক্কা না করে ক্ষমতায় থেকে প্রহসনের নির্বাচনের মাধ্যমে গনতন্ত্র ওমানুষের ভোটাধিকার হরন করার জন্য মেরুদন্ডহীন ও পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশন তফসিল ঘোসণা করেছে আমরা তা প্রত্যাখ্যান করছি। মলাই মিয়া আরও বলেন আমরা নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু অবাধ ও প্রতিযোগিতাপুর্ন নির্বাচন চাই, নির্বাচনের নামে কোনো প্রহসনে বিএনপি বা ১৮ দল অংশ নেবে না। এছাড়া ও অন্যান্য বক্তারা হলেন, সাদেকুল হক ছাদির, ওবায়দুল হক লিটন, মফিজুল ইসলাম মুকুল, আশরাফুল ইসলাম রাজু, আবদুছ ছাত্তার, উপজেলা ছাএদলের সভাপতি রাসেদূল হক কাজী সুমন,যুগ্ন সম্পাদক মো: মোল্লা ফারুক , ইফতেহার খান মামুন, মো: বকুল মিয়া, রুমেল খাঁন স্বপন, সহসভাপতি শুক্কুর খান, মো:জামাল হোসেন, সম্পাদক মো: ইউসুফ আলি, আবুকাউছার আল মামুদ, জাকির হোসেন ,কামরুজ্জামান, জুয়েল রানা ,প্রমুখ। বক্তারা সকলেই একক ভাবে বলেন প্রহসনের নির্বাচনের কোনো প্রক্রিয়ায় অংশ না নিতে তারা সকলের প্রতি আহবান জানান । এদিকে অবরোধ নাশকতা এড়াতে উপজেলার বাজার সহ নবীনগর পৌর শহরে বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। ১৮ দলের ডাকা প্রথম দিনের অবরোধের কারনে দুরপাল্লার বাস, লঞ্চ, স্পিটবোর্ট সহ ও সিএনজি, ছেড়ে যেতে দেখা যায়নি, এই রিপোট লেখা পর্যন্ত অবরোধের প্রথম দিন কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। |