পুলিশী তান্ডব ও ভাংচুর এর প্রতিবাদে জেলা ছাত্রদলের ক্ষোভ ও নিন্দা।
জাতীয়তাবাদী ছাত্রদল ব্রাহ্মণবাড়ীয়া জেলা শাখায় বিপ্লবী সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ এর বাড়িতে (বর্তমান অসাংবিধানিক ও অবৈধ সরকার) আওয়ামীলীগের চাটুকার পুলিশ কর্তৃক সন্ত্রাসী হামলা, আসবাবপত্র ভাংচুর, পরিবারের সদস্যদের সংগে অশোভন আচরণ এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের অফিসের তালা ভেঙ্গে অফিসে টুকে সকল আসবাবপত্র, চেয়ার- টেবিল, টিভি, লেপটপ, থাই গ্লাস, ছবি ভাংচুর সহ প্রয়োজনীয় সকল কাগজপত্র লুট এর প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখায় সভাপতি শামীম মোল্লা, সিনিয়র সহ- সভাপ্রতি রাশেদ কবীর আখন্দ, সহ- সভাপ্রতি জসিম উদ্দিন, শিহবা উদ্দিন চপল, এনামুল হক জুয়েল, শরিফুল আলম লিটন, যুগ্ম সম্পাদক বায়েজিদ আহমেদ হেলাল, সৈয়দ তৈমুর, আজাহার হোসেন চৌধুরী দিদার, সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ হাফিজ উল্লাখ সহ জেলা ছাত্রদলের সকল নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করেন। নেতৃবৃন্দ বলেন আওয়ামীলীগকে ক্ষমতার মসনদ উপহার দেওয়ার যে হীন উদ্দেশ্য নিয়ে বর্তমান পুলিশ প্রশাসন কাজ করছে এতেই প্রতিয়মান হয়। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অতি উৎসাহিত প্রজাতন্ত্রের কর্মচারীদের দ্বারা সংগঠিত এহেন হীন কর্মকান্ডের সুষ্ঠ তদন্ত এবং দৃষ্টান্ত মূলক শাস্তি সহ ক্ষতিপূরণ দাবী জানাই। নতুবা জাতীয়তাবাদী ছাত্রদল অত্যন্ত নিষ্ঠা ও বিশ্বাসের সংগে ঐক্যবদ্ধ ভাবে তাঁদের দাঁত ভাঙ্গা জবাব দিতে বদ্ধ পরিকর এবং এই মাটিতে তাদের বিচারের মুখোমুখি হতেই হবে।(প্রেস বিজ্ঞপ্তি) |