ঢাকা-চট্টগ্রাম-সিলেটে আড়াই ঘণ্টা পরে ট্রেন চলাচল স্বাভাবিক
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় কোড্ডা এলাকায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে আড়াই ঘণ্টা পরে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে।বৃহস্পতিবার বিকেল পৌনে চারটায় আখাউড়া রেল স্টেশনের বাইপাস এলাকায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়। ঘটনার পর বিকেল চারটায় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন হতে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ট্রেনটিকে উদ্ধার করলে সন্ধা ৬টা ১৫ মিনিটে ট্রেন চলাচল শুরু করে। |
« স্কুল-কলেজে বাড়তি ভর্তি ফি: দেখবে আদালত (পূর্বের সংবাদ)