স্বাধীন হয়ে গেলেন বীর সেনা আলী আকবর
হে চিরদিনের জন্য বিদায় নিলেন ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের তেলীনগর গ্রামের বীরমুক্তিযোদ্ধা আলী আকবর। থেকেই বা কি করবেন। মুক্তির যুদ্ধ করছেন ঠিকই। কিন্তু মুক্তিতো মিলেনী। তাই অনেকটা নিরুপায় হয়ে তার চলে যাওয়া। যুদ্ধ করে যে দেশ স্বাধীন করছেন, সে দেশে মৃত্যুর পূর্বে বিনা চিকিৎসায় কষ্ট পাওয়ার চেয়ে একেবারে চলে যাওয়ায় তার কাছে সঠিক মনে হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রাজধানী ঢাকার ডিমাফ নামক একটি প্রাইভেট হাসপাতালে, আমাদের লজ্জা আর শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন এই বীর সেনা। তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে। দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হবে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে বাদ এশা। সেখানে তাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে। তৃতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হবে দ্বিতীয় নামাজে জানাযা শেষে সুহিলপুরে উনার নিজ এলাকার মসজিদ মাঠে। শেষে সুহিলপুরের তেলিপাড়া উনার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। উল্লেখ্য , তিন দিন ধরে বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। পরে বিভিন্ন সংবাদ মাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হলে বেশ কিছু ব্লগার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যায়। |