পরিবারে আর কেউ নেই। স্ত্রী আর একমাত্র কন্যা সন্তান মারা গেছেন। এমনি অসহায় অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছেন সত্তরোর্ধ বয়েসী হতদরিদ্র বীরমুক্তিযোদ্ধা আলী আকবর। প্রতিবেশীর সহায়তায় হাসপাতালে ভর্তি হলেও অর্থাভাবে চিকিৎসা হচ্ছেনা। হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা বিভিন্ন পরীা দিলেও অর্থাভাবে তা করতে পারছেননা। জানা যায়, গত সোমবার (১১ নভেম্বর) অজ্ঞান অবস্থায় প্রতিবেশী মহব্বত আলী ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করান বীরমুক্তিযোদ্ধা আলী আকবরকে। চিকিৎসকরা ঢাকায় প্রেরন করতে বলা হলে অর্থাভাবের কারণে তা সম্ভব হয়নি। সদর হাসপাতালের চিকিৎসক শ্যামল চন্দ্র দেবনাথ জানান, আমরা ধারণা করছি তিনি ব্রেইন ষ্ট্রোকে আক্রান্ত হয়েছেন। তাকে ঢাকা নিয়ে যাওয়া দরকার। এখন পর্যন্ত জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কর্মকর্তাদের কেউ খোঁজ নেয়নি। এমনি অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের শয্যায় মৃত্যুর প্রহর গুনে চলেছেন এই মুক্তিযোদ্ধা। আলী আকবরের বাড়ি সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের তেলীনগর গ্রামে। তার মুক্তিযোদ্ধা সনদ নম্বর মুক্তি/ ব্রাহ্মণবাড়িয়া প্র: ৩/২৭/২০০২/৩৬৯৬। তার মেয়ের জামাই হানিফ জানান, ডাক্তাররা জানিয়েছেন তার (আলী আকবর) অবস্থা খুব খারাপ। ঢাকা নিয়ে যেতে বলেছেন তারা। কিন্তু টাকার জন্যে ঢাকায় নিয়ে যেতে পারছিনা।
|