প্রতিবেদক ॥ ব্রাহ্মণবাড়িয়ায় একটি আবাসিক হোটেল থেকে ২৫০ পিছ ইয়াবা ও একটি মোটর সাইকেলসহ তিন জনকে আটক করেছে র্যাব-৯। গত শুক্রবার মধ্য রাতে তাদের আটক করে র্যাব। আটককৃতরা হল পৌর শহরের উত্তর মৌড়াইল এলাকার মোঃ আব্দুল খালেকের পুত্র মোঃ নুরু মিয়া (৪০), কসবা উপজেলার নোয়াগাঁও গ্রামের মোঃ হাবিবুর রহমানের পুত্র মোঃ জিয়াউর রহমান (৩০) ও সদর উপজেলার বরিশ্বল গ্রামের আবদুল খালেকের পুত্র মোঃ মানিক মিয়া (৩০)। র্যাব জানায়, শুক্রবার দিবাগত মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৯ ভৈরব ক্যাম্পের মেজর এ জেড এম সাকিব সিদ্দিকীর নেতৃত্বে র্যাব সদস্যর ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার রেল ষ্টেশনের সন্নিকটে চন্দ্রিমা নামক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে হোটেলের নিচ তলায় অভ্যর্থনা করে পশ্চিম পাশ্বের ক তেখে ২৫০ পিছ ইয়াবা ট্যাবলেট ও একটি মোটর সাইকেলসহ ৩জনকে আটক করে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য সোয়া ল টাকা বলে র্যাব-৯ জানায়। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা দায়ের হয়েছে। স্থানীয়রা জানায়, ওই হোটেলে নুরু মিয়া দীর্ঘ দিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসা করে আসছিল। এছাড়া তার হোটেলে আসা লোকজনকে নারী জনিত ঘটনার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা আদায়ের একাধিক অভিযোগ রয়েছে নুরু মিয়ার বিরুদ্ধে।
|