Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় দুইদিন ব্যাপী আয়কর মেলার উদ্বোধন

+100%-

জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল (কুমিল্লা) কর্তৃক ব্রাহ্মণবাড়িয়ায় দুই দিন ব্যাপী আয়কর মেলা ২০১৩ এর উদ্বোধন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সহকারী কর কমিশনার এ বিএম কামরুল ইসলাম আনুষ্ঠানিক ভাবে এ মেলার উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়নে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনালী ব্যাংক লিঃ প্রিন্সিপাল অফিস ব্রাহ্মণবাড়িয়ার ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ ওবায়েদুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কর কমিশনার (সার্কেল ১৭) আহমেদ হোসেন, সহকারী কর কমিশনার (সার্কেল ৫) জহিরুল আলম সেলিম, পরিদর্শক তোফাজ্জল হোসেন, জেলা কর আইনজীবি সমিতির সভাপতি এডঃ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক এডঃ কামাল উদ্দিন, এডঃ সোমেশ রঞ্জন রায়, এডঃ পরিমল রায়, এডঃ সফিউল আলম লিটন, এডঃ জহিরুল ইসলাম, এডঃ প্রনব কুমার দাস (উত্তম), শাহজাহাল ইসলামী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার শাহাদাৎ বক্স প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মোবারক হোসেন। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া কর কমিশনের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জেলার শ্রেষ্ট ৫জন করদাতা কে পুরস্কার স্বরুপ ক্রেস্ট এবং সনদ পত্র প্রদান করা হয়। সেরা ৫ জন করদাতার মধ্যে দীর্ঘ সময় করপ্রদানকারী জয় চন্দ্র দেবনাথ, মোঃ আলী মিয়া, এবং ২০১২-২০১৩ কর বর্ষে সর্বোচ্চ কর প্রদান কারী  ৩ জন মোঃ গিয়াস উদ্দিন, কাজী হাবিবুল্লা আল মামুন, মোঃ শফিকুর রহমান প্রমুখ। সভায় আয়োজকরা জানান, এ বছর ব্রাহ্মণবাড়িয়ায় জেলায় ৫৫ কেটি টাকা আয়কর আদায়ের ল্য মাত্রা নিয়ে আমরা কাজ করছি। কর দাতাদেরকে উৎসাহ যোগাতেই দুইদিন ব্যাপী আয়কর মেলার আয়োজন করা হয়েছে।






Shares