Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার পল্লীতে ৩ মাসের ব্যবধানে একই পরিবারের দুইজন খুন

+100%-


শামীম উন বাছির: মাত্র ৩ মাসের ব্যবধানে দূর্বৃত্তদের হামলায় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার চাপুইর গ্রামের একই পরিবারের দুজন খুন হয়েছে। একটি খুনের মামলায় ৩ জন গ্রেফতার হলেও অপর মামলার এখনও কুলকিনারা হয়নি। এ নিয়ে ওই এলাকায় আতংক বিরাজ করছে। গত ৬ জুলাই এ গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী লাইলী বেগমে (৪৫)’র লাশ বাড়ীর পার্শ্ববর্তী জমি থেকে পুলিশ উদ্ধার করে। তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে পরিবারের প থেকে অভিযোগ করা হয়। এ ঘটনায় পুলিশ ইউডি মামলা করে তদন্ত শুরু করে। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ১০ সেপ্টেম্বর শফিকুল ইসলাম (৫৬) কে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। ভোরে বাঁশ ঝাড়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে তাকে দা দিয়ে এলোপাথারি কুপিয়ে হত্যা করা হয়। হত্যায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জানান, শফিকুল ইসলামের সাথে আসামী করিম ভূইয়ার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে আসামী করিম ভূইয়া শফিকুল ইসলামকে চড়-থাপ্পর মারে। এরপর থেকেই শফিকুল ইসলাম করিম ভূইয়াকে দেখলে গালমন্দ করত। এতে সে ুব্দ হয়ে ভোরে শফিকুল ইসলামকে বাড়ির পাশে একা পেয়ে দা দিয়ে কুপিয়ে হত্যা করে বলে আদালতে জবানবন্দি প্রদান করে করিম ভূইয়া। গ্রেফতারকৃত অন্যরা হলো সাদ্দাম হোসেন (২৩), আম্বিয়া বেগম (৪৫)। তবে লাইলী বেগমকে ঠিক কি কারনে হত্যা করা হয়েছে তা এখনো বের করতে পারেনি পুলিশ। পুলিশ বলছে, ময়না তদন্ত রিপোর্ট পুলিশের হাতে আসলেই জানা যাবে তাকে কি ভাবে হত্যা করা হয়েছে।






Shares