টর্নেডো দূর্গত এলাকায় গৃহ হস্তান্তর করলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডেন মজিনা
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়ীয়া জেলার সদর উপজেলার টর্নেডো দূর্গত এলাকার হতদরিদ্র ৫৯ টি পরিবারকে বিনামূল্যে দুর্যোগ সহনশীল ঘর বনিয়ে দিয়েছে হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি বাংলাদেশ । ১০ সেপ্টেম্বর সংস্থাটি সুলতানপুর ইউনিয়নের পাতির হাতা গ্রামে গৃহ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে । উক্ত অনুষ্ঠানে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডেন মজিনা ফিতা কেটে গৃহ মালিকদের প্রতীকি চাবী হস্তান্তর করেন। হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি বাংলাদেশ ১৯৯৯ সালে বাংলাদেশের, ময়মনসিংহ জেলায় প্রথম কার্যক্রম শুরু করে। বর্তমানে সংস্থাটি দেশের ৭ (সাতটি) জেলায় হতদরিদ্র মানুষদের জীবনমান উন্নয়ন এবং দারিদ্র বিমোচনের উদ্দেশ্যে কাজ করে চলেছে। সংস্থাটি অংশিদারিত্বের মাধ্যমে দরিদ্র জনসাধারণের জন্য বিনামূল্যে নিরাপদ এবং স্বাস্থ্য সম্মত গৃহ নির্মান করছে।এপর্যন্ত হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি-বাংলাদেশের (৬০০০) ছয় হাজারের বেশী হতদরিদ্র পরিবারেকে বিনামূল্যে নিরাপদ পানি, গৃহ নির্মান ও স্বাস্থ্য সম্মত পায়খানা নির্মানের মাধ্যমে জীবনমানের উন্নয়নে সহযোগীতা করছে। |