প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে র্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় লোকনাথ উদ্যান ( টেংকের পাড়) থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে। পরে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম. জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মেজর (অবঃ) জহিরুল হক খান বীর প্রতিক, সদর উপজেলা চেয়ারম্যান বশির উল্লাহ জরু, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী মোস্তফা জালাল। বক্তব্য রাখেন জেলা সুজনের সভাপতি প্রফেসর মুখলেছুর রহমান খান ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী। |