প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলা সাব রেজিষ্টার অফিসে চলছে লটারি বাণিজ্য। দলিল রেজিষ্ট্রি করতে গেলেই চাপিয়ে দেয়া হচ্ছে তাদের মনগড়া মত পরিমান লটারি টিকেট। আর এতে চরম দূর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। কেউ কেউ প্রথমে এর প্রতিবাদ করলেও পরে বাধ্য হয়ে নিচ্ছেন এই টিকেট। রবিবার দুপুর নাগাদ অফিসে গিয়ে দেখা যায়, “এফপিএবি লটারি ২০১৩” নামে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির (দশ টাকা মূল্যের) নির্দিষ্ট পরিমান টিকেট ক্রয় করতে বাধ্য করা হচ্ছে। আর কেউ যদি এটা না ক্রয় করে তবে তার দলিল রেজিষ্টি করা হচ্ছেনা। একটি সূত্র বলছে, প্রতি টিকেটে তিন থেকে পাঁচ টাকা লভ্যাংশ পায় রেজিষ্ট্রি অফিস। কসবার কাহার মিয়া নামে এক ব্যাক্তি জানান, তিনি ২ ল টাকা মূল্যের একটি জমি রেজিষ্ট্রি করতে এসেছেন। লটারি না কেনায় তার জমি রেজিষ্ট্রি করা হয়নি, পরে বাধ্য হয়েই লটারি কিনেছেন। এ বিষয়ে দায়িত্বরত ওই কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের কিছুই করার নেই, উপর থেকে এগুলো পাঠানো হয়েছে। জেলা রেজিষ্টারের অফিসিয়াল টেলিফোনে যোগাযাগ করা হলেও কাউকে পাওয়া যায়নি |