Main Menu

শিশুদের মেধা বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও অত্যন্ত প্রয়োজন– অতিরিক্ত জেলা প্রশাসক

+100%-

প্রতিবেদক ঃ শনিবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৩ এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৩ এর উদ্বোধন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী’র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং টুর্ণামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি) রিপন চাকমা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিপন চাকমা বলেন, শিশুদের মেধা বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও অত্যন্ত প্রয়োজন। তাই বর্তমান সরকার খেলাধুলাকে প্রাধান্য দিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট চালু করেছে। এই ধারাবাহিকতায় আমাদের ধরে রাখতে হবে।

এ সময় শিক্ষা অফিসের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।






Shares