Main Menu

কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা ও কথা সাহিত্যে দেশ ও মানুষ উপজীব্য হয়েছে—-রেজিনা ওয়ালি লীনা

+100%-


বাংলা কবিতার প্রবাদ-প্রতিম জনপ্রিয় কবি,বাংলাদেশের অকৃত্রিম বন্ধু,কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন ছিলো শনিবার।তাঁর জন্মদিন উদযাপনে গতকাল দুপুরে সুর সম্রাট আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে তিতাস আবৃত্তি সংগঠনের উদ্যোগে আবৃত্তি ও আলোচনার আয়োজন করা হয়।সংগঠনের উপদেষ্টা কবি আবদুল মান্নান সরকারের সভাপতিত্বে ও আবৃত্তিশিল্পী শরীফ মোহাম্মদ সাঈমের পরিচালনায় এসময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক রেজিনা ওয়ালি লীনা।স্বাগত ভাষন দেন সংগঠনের সমন্বয়ক রোকেয়া দস্তগীর।আলোচনা ও আবৃত্তিতে অংশ নেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক চৌধুরী বাপ্পী,পরিচালক মো.মনির হোসেন,সহকারি পরিচালক আবদুল বাছির দুলাল,আবৃত্তিকর্মী অমিতাভ চক্রবর্তী,আতিকুল ইসলাম,সানজিয়া আফরিন,উত্তম দাস,স্বপন চৌধুরী,সাকিলা নাসরিন সেতু,তন্ময় চক্রবর্তী,মেহেদী হাসান,মাসুদ রানা,জান্নাতুল ফেরদৌস মীম,সুবর্ণা মোস্তফা,জয়নাল আবেদীন, প্রমি,সাথী, শাওন, সজ্জা,মুনিয়া,বৃষ্টি,ইকরা,ওয়াসি।এসময় রেজিনা ওয়ালি লীনা বলেন,কবি সুনীল গঙ্গোপাধ্যায় বাংলা কবিতাকে অনেক জনপ্রিয় করতে সক্ষম হয়েছেন। কবিতার পাশা-পাশি তিনি কথা সাহিত্যে ছিলেন সমান জনপ্রিয়।তার কবিতা ও কথা সাহিত্যে ঘুরে-ফিরে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষ উপজীব্য হয়েছে।তিনি ছিলেন বাংলাদেমের অকৃত্রিম বন্ধু-স্বজন।






Shares