Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ছয়বাড়িয়া ও গোকর্ণ গ্রামের মধ্যে সংঘর্ষ: পুলিশ সহ শতাধিক লোক আহত

+100%-

সুমন নূর: ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার গোকর্ণ বাজারে অটোরিকশার ভাড়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষে দুই পুলিশ কনস্টেবলসহ শতাধিক লোক আহত হয়েছেন।

শনিবার সকাল ১১টার দিকে গোকর্ণ ও ছয়বাড়িয়া মহল্লার লোকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে টেঁটার আঘাতে দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গোকর্ণ-ব্রাহ্মণবাড়িয়া সড়কের ছয়বাড়িয়ায় অটোরিকশার ভাড়া নিয়ে ছয়বাড়িয়া ও গোকর্ণ গ্রামের দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে উভয় গ্রামের বাসিন্দারা টেঁটা, বল্লম, রামদাসহ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে গোকর্ণ বাজারে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের সময় বাজারের অনেক দোকানপাট ভাঙচুর করা হয়।

খবর পেয়ে সদর থানা পুলিশ সংঘর্ষ থামাতে ঘটনাস্থলে গিয়ে ব্যাপক রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে। এ সময় গ্রামবাসীর ছোড়া টেঁটার আঘাতে দুই পুলিশ কনস্টেবল আহত হন।

এদিকে, সংঘর্ষের খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন ঘটনাস্থলে গেছেন।






Shares