প্রতিবেদক : এবারের এইচ.এস.সি পরীক্ষার ফলাফলে কুমিল্লা বোর্ডের সেরা ২০ এর তালিকায় স্থান পেয়েছে ব্রাহ্মণবাড়িয়ার দুটি কলেজ। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজ ১০ম ও ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ ১৭তম স্থান অধিকার করেছে। কলেজ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ থেকে ১ হাজার ৩০১জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে পাস করেছে ১ হাজার৫০ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯৯জন। পাশের হার শতকরা ৭৯ ভাগ। অন্যদিকে কাজী মোঃ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ৭০৩ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে পাস করেছে ৬৪৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৬ জন। পাশের হার শতকরা ৯২.০৬ ভাগ। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী মোস্তফা জালাল বলেন, গতবারের চেয়ে এবছর আমাদের পাশের হার ভালো। আশাকরি আগামী বছর আমরা আরো ভালো ফলাফল করতে পারবো। |