Main Menu

সময়মত পানিকর প্রদান ও পানি অপচয় রোধ করুন

+100%-

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অর্ন্তগত প্রতিটি ঘর- দোড়ায় বিশুদ্ধ পানি সরবরাহের জন্য আর্ন্তরিকভাবে কাজ করছে পৌর পানি সরবরাহ শাখা। শহরে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে পানি সরবরাহ ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে নতুন অত্যাধুনিক মেশিন ও পাইপ ক্রয় করাসহ দক্ষ জনবল নিয়োগ করা হচ্ছে। পৌর এলাকার দক্ষিণাঞ্চলে ভাদুঘরে কোটি টাকা ব্যয়ে নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ কাজ প্রায় সমাপ্তর পথে অতি শ্রীঘ্রই এটি উদ্বোধন করা হবে। পৌর এলাকার যে সমস্ত স্থানে পানি সরবরাহ করা হয়নি পর্যায়ক্রমে প্রত্যেক বাড়িতেই পানি সরবরাহ ব্যবস্থা করা হবে।
মেয়র আরো বলেন, পানি সরবরাহের এই প্রক্রিয়াকে সফলভাবে বাস্তবায়ন করতে হলে পৌর নাগরিকদেরকে সময়মত পানি কর প্রদান করতে হবে এবং কোন বাড়িতেই যাতে পানির অপচয় না হয় সে বিষয়ে সকলকে লক্ষ রাখতে হবে । মেয়র বৃহস্পতিবার সকালে হালদার পাড়ায় পানি সরবরাহের জন্য নতুন পাইপ লাইন প্রতিস্থাপনের কাজ পরিদর্শনকালে উপরোক্ত বক্তব্য প্রদান করেন। মেয়র পাইনলাইন স্থাপন কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।






Shares