ব্রাহ্মণবাড়িয়ায় ৮০ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারী আটক
প্রতিবেদক : বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় ৮০ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে র্যাব-৯-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় মাদকবাহী একটি কাভার্ড ভ্যানও আটক করা হয়। সকালে সদর উপজেলার সুলতানপুর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়ক থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে খুলনার রূপসা উপজেলার বাঘমারা গ্রামের সেকান্দর আলীর ছেলে মোঃ শাহজাহান মিয়া (৩১) ও চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার শিকদার বাড়ি গ্রামের মৃত শফিউল ইসলামের ছেলে মোঃ রবিউল ইসলাম (২২)। র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯-এর ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর এ.জেড.এম সাকিব সিদ্দিকীর নেতৃত্বে সদর উপজেলার সুলতানপুরে কাভার্ড ভ্যান ( চট্ট মেট্টো- ট-১১-৩৩৫০) আটক করে। পরে কাভার্ড ভ্যানে তল্লাশী করে ৮০ কেজি গাঁজাসহ ২ মাদক পাচারকারীকে আটক করা হয়। র্যাব জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। |