Main Menu

হরতাল : ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৫ নেতাকর্মী আটক

+100%-
সুমন নুর: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, নেতাকর্মীদের মুক্তি, ও সভা-সমাবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ১৮ দলীয় জোটের ডাকা রোববারের সকাল-সন্ধ্যা হরতালে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন স্থান থেকে বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার হরতালের শুরুতে সকাল ছয়টা থেকে জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়।

সকাল ৮টার দিকে জেলা বিএনপির নেতাকর্মীরা হরতালের সমর্থনে শহরের প্রধান সড়কে মিছিল বের করে। নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।  

এদিকে, হরতালের কারণে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা ছাড়া দূরপাল্লার কোনো যান চলাচল করেনি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় শহরের অন্তত ৪০টি পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করেছে।






Shares