Main Menu

১০ঘন্টা বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

+100%-

প্রতিবেদক : ব্রাক্ষনবাড়িয়ায় বুধবার রাতে বজ্রপাতে ঘাটুরা সাব কন্ট্রোল রুমের দাতিয়ারা সিটিতে আগুন লেগে যায়। এতে ঘাটুরা ৩৩কেভি সাব কট্রোল রুম বন্ধ হয়ে যায়। ফলে বন্ধ থাকে শহরের ১৫হাজার বিদ্যুৎ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ।  স্থানীয় প্রকৌশলীরা মেরামত কাজ সম্পন্ন করার পর আজ সকাল ১১টায় পুনরায় শহরের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। এতে বন্ধ থাকে ১০ঘন্টা বিদ্যুৎ সরবরাহ। স্থানীয় বিদ্যুৎ বিভাগের ঘাটুরা সাব কন্ট্রোল রুমের সুইচ বোর্ডের আব্দুর রহমান জানান, গত রাত ১.২৫ মিনিটে দাতিয়ারা সিটিতে আগুন লেগে যায়। বন্ধ হয়ে যায় ঘাটুরা সাব ষ্ট্রেশনের ৩৩ কেভি কন্ট্রোল রুম। আজ সকাল ১১টায় আমরা সব কয়টি ফিডার চালু করতে সম হয় ।






Shares