Main Menu

পৌরসভাকে উন্নয়নের মডেল হিসাবে দাঁড় করাতে সকলের সহযোগিতা চাই

+100%-



ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা দেশের প্রাচীন পৌরসভা। এ পৌরসভাকে সারাদেশের আদর্শ পৌরসভা হিসেবে গড়ে তুলতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। পৌরবাসীর সুবিধার্থে প্রত্যেক ওয়ার্ডে প্রয়োজনীয় সংখ্যক নতুন রাস্তা নির্মাণ, পুরাতন রাস্তা সংস্কার, ড্রেণ নির্মাণ ও সংস্কার, অবকাঠামো নির্মাণ, রাস্তার পাশে ল্যাম্বপোষ্ট স্থাপন, বিশুদ্ধ পানি সরবরাহ, শহরের যানজট নিরসনে প্রয়োজনীয় পদপে, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, নারীদের আধুনিক মনস্ক ও স্বাবলম্বী করে গড়ে তুলতে সমিতি গঠন ও বিভিন্ন আত্ম কর্মসংস্থানের প্রশিণ দানসহ পৌরবাসীর সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় পদপে আমরা বাস্তবায়ন করছি। তিনি বলেন, পৌরবাসী সকলে সহযোগিতা করলে আমরা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে আদর্শ পৌরসভা হিসেবে দাঁড় করতে পারব।
মেয়র বিকালে দক্ষিণ পৈরতলার খাঁ বাড়ীর মোড় থেকে খাল পাড় পর্যন্ত (গ্রীন রোড) রাস্তার সংস্কারকাজের উদ্বোধনকালে উপরোক্ত বক্তব্য প্রদান করেন। এসময় মেয়র রাস্তাটির সংস্কার কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য এবং ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উন্নয়ন কর্মকান্ডের ধারাবাহিকতা রার দোয়া চেয়ে মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এড মহিউদ্দিন আহমেদ খান মাসুম পিপি, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর পরিচালক হাজী শাহজাহান মিয়া, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, সহকারী প্রকৌশলী মোঃ কাউসার আহম্মেদ, উপ সহকারী প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ, বস্তি উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান, সহকারী কর নির্ধারক এস.এম আলম, মজিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ হিরণ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ শাহনেওয়াজ, শহর আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন, আশরাফুল আলম খান, হাজী ফজলুল হক, আকতারুজ্জামান, ঠিকাদার ফয়সাল আহমেদ ওয়াকার, এলাকার বিশিষ্ট মুরুব্বী খলিল সরকার, নিয়াজ মোঃ খান, জলিল মিয়া, মোমিনুল হক, অহিদ মিয়া, সেলিম মিয়া, জুনু মিয়া, হুমায়ুন কবীর, তাজুল ইসলাম, গোলাম মোস্তফা, আলী আকবর, আলমঙ্গীর মিয়া, এডঃ লিটন, শ্রমিক নেতা সামাদ মিয়া, শিমুল খান, দিদার মিয়া, লিংকন, সালাউদ্দিন, ছাত্রনেতা আরাফাত টোটন রিয়াদ, জামান, রহিম প্রমুখ। উল্লেখ্য, জনগুরুত্বপূর্ণ ১১ মিটার দৈর্ঘের  এ রাস্তাটির সংস্কার কাজ বাস্তবায়ন করবে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ভিজি ল্যান্ট কনষ্ট্রাকসন।






Shares