Main Menu

সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎরতা রোধ করতে সজাগ থাকুন.. পৌর মেয়র

+100%-


ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন, অসাম্প্রদায়িক চেতনায় মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের এ দেশ পেয়েছি। এ দেশে আবহমানকাল থেকে হিন্দু মুসলমানসহ অন্যান্য ধর্মালম্বীরা পরষ্পরে ভাই ভাই রূপে  পাশাপাশি বসবাস করে আসছে। অথচ একটি সাম্প্রদায়িক গোষ্ঠী সবসময় ধর্মীয় গোড়ামীকে উসকে দিয়ে  দেশের মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট করার পায়তারা করে আসছে। তাদের অপতৎপরতা রোধ করতে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি আরো বলেন, আমরা সজন প্রীতির মাধ্যমে পৌরসভার উন্নয়ন কর্মকান্ডকে পকেটস্থ করার চেষ্টা করি না। রাজনীতির ভিন্ন মতালম্বী হলেও জাতি ধর্ম নির্বিশেষে সব এলাকার উন্নয়ন এবং মানুষের মঙ্গলার্থে আমরা সচেষ্টা থাকি।
মেয়র গতকাল পূর্বপাইকপাড়ার দাস পাড়া-দোপাবাড়ি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন কালে উপরোক্ত বক্তব্য প্রদান করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর আহসান উল্লাহ্ হাসান, এডঃ হামিদুর (১), জেলা নাগরিক কমিটির সভাপতি এডঃ আব্দুস সামাদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতা শোমেষ রঞ্জন রায়, জেলা আওয়ামীলীগ নেতা নিরদ বরণ সাহাজী, ২নং ওয়ার্ড মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী সুমন দত্ত, জেলা শিা অফিসার (অবঃ) সুনিল চন্দ্র দেব, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মিজান আনসারী, সাধারণ সম্পাদক অজিত কুমার দাস, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, সাবেক শিক ননী গোপাল সেন, বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ দেব, নারায়ন বণিক, সুনিল সরকার, সবজুল মমিন তালুকদার সবুজ প্রমুখ।






Shares