Main Menu

মুক্তিপণের টাকা নিতে এসে অপহরণকারী দলের সদস্য আটক

+100%-

প্রতিবেদক ॥ শনিবার মুক্তিপনের টাকা নিতে এসে ১ লক্ষ ৭০ হাজার টাকাসহ ধরা পরেছে সংঘবদ্ধ অপহরনকারী চক্রের এক সদস্য। র‌্যাব-৯ ভৈরব ক্যাম্পের এএসপি গোলাম রুহুল কুদ্দুস এর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাচ্চু মিয়া ছেলে সোহেল রানাকে অপহনের পর ব্রাহ্মণবাড়িয়ায় এস,এ পরিবহন শাখায় মুক্তিপনের টাকা নিতে আসার পর সুমন ছদ্দ নামধারী নারায়নগঞ্জের পুরিন্দা গ্রামের অবনী চন্দ্র দাসের পুত্র হরিদাস চন্দ্র দাস (২২) আটক করে। সে জানায়, এই চক্রের বিদেশী প্রতিনিধি হিসেবে ইরান ও তুরস্কে অবস্থানরত অপর ২ সহযোগী রয়েছে। এরা হলো মোঃ আলতাফ হোসেন (২৪), পিতা মৃত আবুল কাশেম, সাং বাঘবাড়ী, থানা আড়াইহাজার, নারায়নগঞ্জ, রাজ (২৫), সাং-মোহাম্মদপুর, ঢাকা। এছাড়া দেশে তাদের সহযোগী বাবুল মিয়া, ফারুক, মান্নান, রঞ্জু ঢাকায় কাজ করে বলে জানায়। এরা দুবাই, আবুধাবী প্রভৃতি দেশে অবস্থানরত বাংলাদেশী কর্মীদের বেশি বেতন দেয়ার লোভ দেখিয়ে অবৈধ ভাবে ইরান ও তুরস্কে যাওয়ার জন্য পাঁচ/ছয় ল টাকার বিনিময়ে চুক্তি করে। পরে মরুভূমির প্রত্যন্ত অঞ্চলে এসব অসহায় লোকদেরকে আটক রেখে অমানুষিক নির্যাতন চালায় এবং মেরে ফেলার হুমকি দিয়ে আত্মীয় স্বজনদের মোবাইলে ফোন করে মুক্তিপন বাবদ ৫-৬ ল টাকা দাবী করে। এই সমস্ত টাকা দেশীয় সহযোগী হরিদাস এস,এ পরিবহনের মাধ্যমে উত্তোলন করে দেশে ও বিদেশে বিভিন্ন সহযোগীদের কাছে প্রেরন করে। হরিদাস গত ৬ মাসে প্রায় ৭০-৮০ লক্ষ টাকা উত্তোলন করে বলে জানায়। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানা মামলা হয়েছে বলে র‌্যাব-৯ জানায়।






Shares