ব্রাহ্মণবাড়িয়াবাসীর জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাখ্যান
সুমন নূর: মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান করে জামায়াতে ইসলাম হরতাল ডেকে মাঠে নেই জামায়াত।জামায়াত-শিবিরের ডাকা হরতাল ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হয়নি। রোববার সকাল থেকে সবধরণের যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, স্কুল-কলেজসহ সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান খোলা ছিল। সর্বত্র স্বাভাবিক কাজকর্ম হয়েছে। হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের কোন নেতাকর্মীকে জেলা শহরসহ আশপাশের কোথাও পিকেটিং করতে দেখা যায়নি।সকাল থেকেই আন্ত জেলা বাসগুলোও চলাচল করেছে। ট্রেন চলাচলও স্বাভাবিক ছিল। |
« মা দিবস আজ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) আখাউড়ায় লাকড়ির দোকান থেকে দেশীয় রিভলবার উদ্ধার »